এসো বন্ধু. .
জ্বালাই কিছু সত্য প্রেমের শিখা;
জীবনে জীবন ঘষে, হৃদয়ে হৃদয়,
গরলে ডুবিয়ে সুখ, হাওয়ায় উড়িয়ে দুঃখ,
স্বার্থ আহুতি দিয়ে ত্যাগের আগুনে,
সংশয়ে লাথি মেরে প্রবল বিশ্বাসে!
সৃষ্টি সত্য নাকি অনাসৃষ্টি, চেখে দেখি এসো,
মেপে দেখি অলিন্দের পথঘাট সরু নাকি প্রশস্ত,
হৃদয়ের তারগুলি সয় কত টান,
দিগন্ত থেমে যায় কোন অন্ধকারে,
শুয়ে দেখি বটতলে ঘুম আসে কিনা!
কঠিন পথের বাঁকে মিলে দেখি এসো,
এসো বন্ধু. . . .