আমার যখন ক্ষুধা পায়-
মুখে তুলে খাইয়ে দিতে তোমাকে চাই!
যদিও আমি নিজেই রান্না করে খেতে জানি।
যখন তৃষ্ণা পায়-
জলের গ্লাসটি এগিয়ে দিতে তোমাকে চাই;
যদিও জলের বোতল কাছেই থাকে, আমি গ্লাসে খাই না।
যখন ঘুম পায়-
চুলে বিলি কেটে দিতে তোমাকে চাই;
যদিও ঘুমকাতুরে আমার এমনিতেই ঘুমে নাজেহাল দশা।
তবুও তোমার সঙ্গ আমি চাই,
চাই একান্ত কিছু পরশ একান্ত কিছু ক্ষণে।
কেন এই চাওয়া?
এটুকু আদিখ্যেতা না থাকলে কি জীবন অর্থহীন হয়ে পড়ে?
যাদের এসব থেকেও একঘরে দুই মেরু তাদের বেলা!
তা চে বরং দূরেই থাক-
আমি রোজ চিঠি লিখি ডাইরিতে,
তুমি ভাল থাক নিরাপদ দূরত্বে!