অনাঘ্রাত ভোরের নয়;
অজস্র পোকায় খাওয়া, দুপুর গড়ানো,
মলিন পাপড়িতে পড়ে থাকা রেণুকনায়-
আমি খুঁজি শুদ্ধতার ইতিবৃত্ত!
আমি বেশ্যার অন্তর্বাসে পাই পবিত্রতার গন্ধ,
যুগান্তরের ত্যাগের ইতিহাস!
তোমরা শৌর্য দেখাও, বীর্য ফলাও যা পেতে,
সাহিত্যের গুদাম ভর বস্তা বস্তা কাব্যে যার আশায়,
ওরা তা নির্লিপ্তে বিলায় দু'চার পয়সায়।
নীলকন্ঠ হয়ে শোষে সমাজের যত বিষ।
অথচ দিনের আলো ফুটতেই তুমি পবিত্রতার পরাকাষ্ঠা!
প্রবল ঘৃনায় তুমি থুথু ছেটাও ওদের দিকে,
যদিও থুথু জানে-
পতিতা-যোনির লালা একাকার তার সারা গায়।