আমায় সেথায় নিয়ে চল-
যেথায় চাঁদের আলোয় ঢেউ খেলে যায়-
মিঠা নদীর জল।
সেথায় রাতের পোকা নিরবতা-
ছিদ্র করে চলে,
মৃদু দক্ষিণ হাওয়া পাতার ফাঁকে-
গোপন কথা বলে।
সেথায় ঝোপের ধারে আলোর মানিক;
জোনাই ঝাঁকে ঝাঁকে,
হঠাৎ উদাস মনের ধ্যান ভেঙে যায়-
রাত-পাখিদের ডাকে।
সেথায় মুগ্ধ মনে প্রেমের আবেশ,
স্বপ্ন বোনার ছল!
আমার মন বসে না বইয়ের পাতায়-
সেথায় যাব চল।
(পার্থকে, স্মৃতিঃ মালীখালি)