সময়ের ব্যবধানে একদিন তুমি দূরে চলে যাবে।
আর আমি হয়ে উঠব প্ৰেমিক থেকে অর্থনৈতিক,
কবি থেকে কামুক; এক সুদৃশ্য সামাজিক জীব!
তোমার স্নিগ্ধ হাসি, কালো এলোচুল,
খোপামাঝে গুজে দেয়া সাদা ঘাসফুল
পড়বে না মনে,পাবে না যায়গা হিসেবের খাতায়।
ডাইরির পাতাজুড়ে থাকবে না তুমি।
থাকবে না তোমার অজুহাতে এইসব দুঃখবিলাস,
কষ্টগুলো খুজবে না আর গান কবিতার আশ্ৰয়।
লাভ-ক্ষতি হিসেবের তেল-নুন সংসারে,
অগণিত দৌড়ঝাপে ব্যাস্ত সে জীবনে
অযথা সময় কোথায় সময় নষ্ট করবার!