স্বোপার্জিত দুঃখের ক্ষত,
নিষিদ্ধ রোগের মত, গোপনে সে বাড়ে।
জানতে না পারে প্রিয়তম বন্ধুও,
চেনে সে যদিও মনের আনাচকানাচ,
তবু পায় না সে আঁচ, মরে যায় মন
গোপনে কখন শুকনো কুঁড়িটির মত।
তবু বোবা অভিমান
পাঁজরায় মেরে টান ভাঙছে এ খাঁচা।
যদি যায় বাঁচা নোনা কালির আঁচড়ে
আনাড়ি পদ্যের পাঁজরে খোঁজে আশ্রয়,
ব্যাথা পায় লয়, মরা পায় প্রাণ।