অঘ্রাণের এই হালকা শীতের গায়-
চাদর জড়ায় নতুন কুয়াশায়।
সন্ধ্যা নামে শিশির ধারা বেয়ে,
শিউলি দলের অধরখানি নুয়ে-
গন্ধ ঢালে মন্দ হাওয়ার বেগে,
ব্যাপ্ত ভূবন সেই ইশারায় জাগে।
জোনাক জ্বলে স্বর্ণলতার বনে,
ঝিঁঝি পোকার ঝিম ধরানো তানে-
পাখির বাসায় সুপ্ত হয়ে রাত;
স্বপ্ন বোনে আরেকটি প্রভাত।