গিন্নী আমার বিন্নি ধানের খৈ;
ফুটছে যেন, হাসছে যত,
মুগ্ধ আমি, থতোমতো,
মনের সিঁকে ছিড়ব বলে-
বাগাই প্রেমের মই!
নিটোল কপোল ফুলকো লুচি,
আলুরদমে হই নিকুচি,
বাঁকা চোখের পটল তুলে-
স্বর্গবাসী হই!
কুন্তলে তার গোটা পার্লার,
মুগ্ধ আমি মাসে চারবার,
ট্যাকের খরা খোঁপায় ভুলে-
করছি না হইচই।
ঘেঁষলে কাছে কেমন করে,
হাজার কাজের বায়না ধরে,
ঝামটা মেরে ঘোমটা টানে-
হৃদয় জমে দই।
বিয়ের আগেও কাঁঠাল পাতা,
এখন দেখি আরো যা তা,
ছাদনাতলার দড়ি গলায়-
ছাগল হয়ে রই!
গিন্নী আমার বিন্নি ধানের খৈ!