কবিতা নয়, জীবন লেখে গদ্য।
লেখা হয়ে যায়;
অপ্রতিরোধ্য, সাবলীল,
তীক্ষ্ণ, অথচ সরল।
হয়ত ভাবছ কোন দিন, কোন একদিন -
খুঁজে পাবে অন্ত্যমিল, মিলে যাবে ছন্দ, হয়ে যাবে কবিতা?
অথচ তা হবে না!
তোমার সাধের পঙতির মাঝে অদৃশ্য কলমে-
কে গুঁজে দিয়ে যাবে অপ্রত্যাশিত কিছু শব্দ!