উমা! এবার বাপের বাড়ি থেকে ফিরে,
কি আনলে গো সাথে করে?
পঞ্চরত্ন? রঙিন ধুতি শাড়ি? নাকি-
রসগোল্লা হাঁড়ি ভরে?

হ্যাঁ হ্যাঁ স্বামী! ভক্তগণে দিলো সবই-
সোনা, রূপো, নানান অস্ত্র।
তবে বিদায় বেলায় আমার হাতে তারা
দিলো একটি চিঠিপত্র।

চিঠিপত্র? পড়ে আমায় শোনাও শিগ্গির!
মহাদেবের মজা ভারি।
এমন সময় চিঠি খুলে গৌরী পড়লো
সাজানো লাল বর্ণের সারি।

"বিচার দিয়ে কলির আঁধার কাটাও মা গো,
দূর্গার হত্যা করো বন্ধ।"
কান্নায় ভেঙে শিব পার্বতী বুঝতে পারলো-
মনুষ্যত্ব আজও অন্ধ।