একদিন রাস্তায় হাঁটতে হাঁটতে
কাজে ফিরছি বাড়ি।
হঠাৎ একটি মেয়ে ডাকলো-
"এই যে! তোমার নাম কি?"
সব কাজ ভুলে অবাক হলাম
তাকে দেখে আমি।
দেবী তুল্য সুন্দরী সে
রত্নের চেয়েও দামী।
কেশবতী, মুখটি মিষ্টি,
যেনো স্বয়ং লক্ষ্মী।
তার মায়ায় যে পড়ে বললাম-
"আমার নাম তো অক্ষি।"
একটু হেসে সেই মেয়েটি,
পাড়ি দিল পূবে।
আমিও তার পিছু নিলাম,
প্রেম সাগরে ডুবে।
মেয়েটি এক গৃহে ঢুকলো,
বাগান ভরা গাড়ি।
ও মা! এ তো রাজপ্রাসাদ যে!
লেখা "দত্ত বাড়ি।"
রাজকন্যাটির জীবনসঙ্গী
যদি হতে পারতাম,
দুঃখকষ্ট ভুলে আমি
একটু সুখে থাকতাম।
এমন সময় মায়ের ডাকে
আমার ঘুম যে ভাঙলো।
স্বপ্নের প্রেম তো সত্যি হয় না,
শোকে হৃদয় কাঁদলো।