ডিউটি সেরে আজ নিশীথে
খেলবো হোলি পিচকিরিতে
বন্ধুর মুখটা উঠলো ভেসে
পূর্ণিমার এই আলোর স্রোতে।
ক্রিকেট গ্রাউন্ডে তোকেই যে পাই
ভিড়ের মাঝে তোকেই খুব চাই
জীবনের গান চল সঙ্গে গাই
আয় বন্ধু আয়, আয় বন্ধু আয়।
সমুদ্র বা পাহাড় চূড়ায়
ঘুরতে গিয়ে হৃদয় জুড়ায়
মধুর হাওয়ায় মন বলেই যায়
বন্ধু কোথায় ? বন্ধু কোথায় ?
তোকে নিয়েই পুজোর শপিং
ফুচকা খাবো প্যান্ডেল হপিং
তোর বাড়িতে খেলবো ক্যাম্পিং
আয় বন্ধু আয়, আয় বন্ধু আয়।
সুখের হাসির সময় যেমন
দুঃখের কান্নায় ঠিকই তেমন
বন্ধুর মতন শান্তি এমন
ঘুমাবো তোর কাঁধে, কেমন ?
পুরোন সব স্মৃতি ভাসে
তেরো পার্বন বারো মাসে
খুঁজি তোকে আমার পাশে
আয় বন্ধু আয়, আয় বন্ধু আয়।