ভুলে ভুলে জীবন শুরু ভুল করেছি কতো,
জীবনের প্রথম ভুল ‍উল্টো পড়া জুতো।
মাঝ বয়সে খুজলে দেখি সবারই এক ভুল,
না বুঝে তার প্রেমে পড়ে হাতে দেওয়া ফুল।
ভুলে ভুলে ধীরে ধীরে জীবন হলো পার,
শেষ বয়সের একটাই ভুল ভাবা সব আমার।