যা ইচ্ছা তাই বলে ফেলি হয়তো উচিৎ নয়,
চলার পথে তুমি সাথে জুড়ে আছো হৃদয়।
ভুল গুলি মোর শুধরে দিও ভুল ধরে ধরে,
ভুল গুলিকে না শুধরে ভুল বোঝনা মোরে,
ভুল যদি নাই বা করি আমি তোমার কাছে,
আমার ভুল ধরে দেবে বল কে আর আছে।
ভুল নদীতে ভাসি যদি তুলিও হাত ধরে,
নদীর জলে সাঁতার ভেবে যেওনা দূরে সরে।
ব্যথা পাবার মত যদি যাই কোন ভুল করে,
ভুল গুলিকে ভুল ভেবে দিও ক্ষমা করে।
মানুষ মাত্রেই ভুল করে এই বিশাল ভুবনে।
তোমার আলো পৌঁছে দিও আমার আঁধার মনে।
মান অভিমান রাতের গায়ে শুধু আসে চাঁদের ন্যায়।
ভালোবাসা তারার মত তা কি কভু গুনা যায়।
দীর্ঘ পথ পাড়ি দিতে চাই তোমার হাতটি ধরে।
মধ্যে পথে ছেড়ে যেওনা ভুলেও ভুল করে।