চোখেতে চশমা ছিলো গায় ছিলো শাড়ি,
জানা নেই তার নাম কোথা তার বাড়ি।
কাদে ব্যাগ হাতে ছুড়ি সুন্দরী খুব,
বৃদ্ধের মন চায় দিতে প্রেমে ডুব।
বয়সটা হবে তার উনিশ বা বিশ,
চোখে চোখ পড়তেই করে ফিশ ফিশ।
হালকা গায় গঠন মধুমাখা হাসি,
জোড়া ফুল উঠেছিলো যমুনায় ভাসি।
দুই পথে দুই জন তারপর যাই,
কোথায় কেমন আছে কিছু জানা নাই।
অদেখা আগুনে আজো হৃদয়টা পুড়ে,
তার খুঁজ নিতে গিয়ে হই ভব-ঘুরে।