লজ্জা না ভয়, কার যে কি হয়
মন খুলে কেউ জানায় না,
সমাধান নাই, শুধু হই ভাই
আর কেউ কিছু বানায় না।
মন করে ভার, হাতে নেই গীটার
তাতেও দু হাত চলে না,
ভালোবাসি ভাই, রোজ শুনে যাই
ভালোবাসি প্রিয় বলে না।
ভাই আর বোন, সেরা বাঁধন
সবাই কি আর হয়,
ভাইয়ের মাঝে, এই সমাজে
থাকুক পরিচয়।
কি লাভ আর, করে বার বার
মন খারাপ তা নিয়া,
বোনের প্রীতি, শ্রেষ্ঠ তিথি
ভ্রাতৃদ্বিতীয়া।