হতে পারি লেখক আমি হতে পারি কবি,
এখনো মোর বাংলা ভাষা শিখা হয়নি সবই।
হ্যালো বলে কথা বলি ভাবি আমি শিক্ষিত,
ভুল হলেই সরি বলি বলিনা আর দুঃখিত।
স্বাধীন ভাবে কথা বলি যে যার মত,
সঠিক ভাবে দেইনা এখন ভাষার গুরুত্ব।
যে ভাষার জন্য জীবন দিল আমার ভাই,
সেই ভাষার মুল্যায়ণ আজ আমার কাছে নাই,
বাংলা থেকে বাংলিশ করছি নিজেই নিজের মত,
নিজের হাতেই হারিয়ে ফেলছি নিজের অস্তিত্ব।
মাতৃভাষার জন্য জীবনে দেয়নি আজো কেউ,
আমার ভাইয়েই প্রথম দিয়েছে বয়ে রক্তের ঢেউ,
শহিদমিনার সাক্ষি আছে তা দেখেও দেখিনা,
যৌথ ভাষায় কথা বলি মন্দ ভালো লেখিনা।
নিজের হাতেই হারিয়ে ফেলছি নিজের সংস্কৃতি,
দিন হতে দিন হয়েই চলছে ভাষা বিকৃতি।