আমার মেঘাচ্ছন্ন হৃদয়ে একদিন
তোমার ভালোবাসার রোদ উঠবে,
আমার মনের খাস জমিতে একদিন
তোমার প্রেমের ফুল ফুটবে।
যেনে রেখো তুমি কাছে আসলে
মিটিয়ে নেব সকল পাওনা সুদে আসলে।