কত যে জমানো স্বপ্ন কত দিন ধরে,
শব্দের গায় ভেসে বেড়ায় ছন্দের সুরে।
অসমাপ্ত ভালোবাসার কাঙ্খিত চাওয়া,
নীরবে নিভৃতে কিগো হবে মোর পাওয়া।
হৃদয় যে বড়ই বেকুল সময় বয়ে যায়,
শরতের কোয়াশায় ছোঁয়া দাওনা আমায়।
আর কত এমন করে কাটাবো দিন,
দাও মিটিয়ে প্রেম ছিটিয়ে ভালোবাসার ঋণ।