যত কাছে যেতে চাই দুরে যাও তত,
আকর্ষণ বিকর্ষণ যেমন চম্বকেরই মত।
আমার বুকে জ্বলছে আগুন পুড়ে হচ্ছি ক্ষীণ,
জল না ঢেলে ঢালছো তাতে বেজায় কেরোসিন।
হাত বাড়িয়ে ডাকছি তোমায় শুনছো না একবার,
যেদিন আমি হারিয়ে যাবো খুঁজবে বারে বার।
ভেঙ্গে ছুড়ে ভাসবো ভালো থাকবে না আর ফাক,
যদি তুমি শুনো আমার ভালোবাসার ডাক।