টাকা তো রোজ রোজি করা যায়
আনন্দের ও তো প্রয়োজন,
ব্যস্ততাতে যায় কি দেখা
এই পৃথিবীর আয়োজন।
চাদ উঠে সূর্য উঠে
ফুটে গাছে ফুল,
বন্দি ঘরে যায় কি দেখা
কোন নদীর কুল।
সে দৃষ্টিতে প্রেম ও নদী
নীরবে বয়ে যায়,
অভাবে নয় সময়ের জন্যও
ভালোবাসা পালায়।