কেমন আছিস তৃষা?
প্রথমে জানাই তোকে আমার বুক ভরা ভালোবাসা।
এই বাড়ির সবাই কেমন আছে?
আমার ভক্তি জানিয়ে দিস পিসি পিসার কাছে।
এই জানিসতো এসেছে দুর্গা পূজা।
একটি বছর কি করে কাঠলো গেল নাতো বুঝা।
এখন বল তবে তুই আসবি কবে
আমাদের ছোট্ট কুটিরে,
শুনেছি পরীক্ষা গ্রহণ করছিস শিক্ষা
এই বল না তোর কবে ছুটিরে।
শুনেছি তু্ই আকাশ ছুঁই ছুঁই
ছোট্ট বোনটি নেই আর আগের,
বড় হয়েছিস লেখা পড়া করিস
জলে আর খেলিস না সেই ঘন মেঘের।
পূজোয় তো পাবে ছুটি মনে রাখিস আমার কথা
তোকে পূজোর নিমন্ত্রণ দিতে সৃষ্টি হল কবিতা।
আসবি কিন্তু এবার পূজায় তুই আমাদের বাড়ি,
অপেক্ষায় থাকবো সত্যি বলছি আসলে খুশি হবো ভারী।
যেথায় আছিস ভালো থাকিস রইল আদর প্রীতি,
এবার না হয় নিলাম টেনে তোর কাছে ইতি।