তোমার বাড়ি এই শহরে আমার ছোট্ট ঘর,
তুমি আমি দীর্ঘ দিবস ছিলাম পরস্পর।
কাঁধের সাথে কাঁধ ছিলো গলার সাথে গলা,
তুমি আমি ছোট্ট থেকে একসাথে পথ চলা।
যায়নি বুঝা ভিন্ন কভু দুই নদীর জল হয়,
মোহনাতে সবাই যে এক সাগর পরিচয়।
কোয়াশাতে অল্প শিশির বৃষ্টির বেশ পানি,
উপর থেকে সবই ঝরে এইটুকুই তো জানি।
অপার তৃষ্ণায় বৃষ্টির পানি যদি কেউ চায়,
শিশিরের জল বলো বন্ধু তৃষ্ণা কি আর মিটায়।
তৃষ্ণা তুমি বুঝতে যদি রাখতে হাতে হাত,
ভাবতে নাতো পর কভু দিতে না আর আঘাত।