তুমি আমি দিবস রাতি এই আঁধার এই আলো,
সকাল থেকে সন্ধ্যা যেন এই আছি বেশ ভালো।
তুমি আমি গ্রীষ্ম বর্ষা হঠাৎ রোদ এই বৃষ্টি,
তোমার আমার হতে হয় নতুন কিছুর সৃষ্টি।
তুমি আমি বৃক্ষলতা নিত্য জড়িয়ে রই,
তুমি জল আমি শৈবাল তুমি ছাড়া আমি নই।
তুমি আমি দুই পৃথিবী দুই ধারাতেই গ্রাস ,
হীত বিপরীত ভালো মন্দ সব কিছুরই বাস।
তুমি আমি চন্দ্র স‚র্য ভাগ করে যাই কিরণ,
দিনে মিষ্টি আলো রাত্রে জোৎসড়বা বিতরণ।
তুমি আমি সাগর নদী মোহনাতে মিলন,
জোয়ার ভাটায় নিত্য ঘটে হৃদয়ে বন্ধন।
তুমি আমি আলো ছায়া থাকি পাশাপাশি,
মনের সুখে পৃথিবী ঘুরি আনন্দেতে ভাসি।
তুমি আমি সাদাকালো হঠাৎ আবার রঙ্গিন
তোমাকে সৃষ্টি করে আমি তোমাতেই হই বিলীন।
তোমার জন্যই এত কিছু চঞ্চল নীরবতা।
আমি কবি উদাস বাউল তুমি আমার কবিতা।