তোমার জন্যে কবিতা লিখেছি ভালোবাসা দিবসে,
তুমি একটু পড়ে নিও অবসরে বসে।
আমি জানি কবিতাখানি পড়বে আর হাসবে,
এই বলনা, তুমি কী আমায় একটু ভালবাসবে?
তোমার জন্য ঘর বেধেছি মনের খাস ধরায়,
ভালোবাসার দুয়ার খুলা বেলা অবেলায়।
আসলে জানি ও সজনী আনন্দে ভাসবে,
এই বলনা সকল ভুলে একটু কি আসবে?
হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের ডিজিটাল যুগে,
কবিতায় লিখলাম চিঠি ছন্দে আনন্দে।
ভালোবাসার আহবানে বাধবে কি মন আমার প্রাণে,
এই বলনা জীবনখানা তোমার জন্যে।