ভালোবাসি তাই বার বার যাই আমি তোমার সম্মুখে,
তাড়িয়ে দিয়েছো বাড়িয়ে দুহাত নাওনি তোমার বুকে।
সয়েছি শত অপমান
দেইনি তার কিছু প্রতিদান
না হয় আমি সিক্ত হলাম বিরহেরই দু:খে,
ঝরছে না জল একাই আমার ঝরবে তোমার চোঁখে।

ফিরতি প্রিয়ে বারিষা মাস সবার জন্যই আছে,
পূর্ণিমাও হার মানে আমবস্যার কাছে।
করছো আমায় অবহেলা
মনে রেখো বিদায় বেলা
তুমিও পাবে অবহেলা অন্য কারো কাছে,
ফিরতি প্রিয়ে বারিষা মাস সবার জন্যই আছে।

রঙ্গ মঞ্চের নাট্যশালায়  অভিনয়ের তরে,
যত পারো কাঁদাও আমায় ইচ্ছেমত করে।
বলবো না গো আমি কিছু
ছুটবো না আর তোমার পিছু
আমি না হয় অবুঝ শিশু তোমার প্রেমের ভবে,
কাঁদছি না গো আমি প্রিয়ে তোমাকেও কাঁদতে হবে।

,