কাছে এলে দেই যে ফেলে
আবার তাকে খুঁজি,
নিকট থেকে দুরে গেলে
আপন শেষে বুঝি।

প্রেম দিলে যে নেই না তুলে
না দেওয়াতে চাই,
শূন্য বুকের কাতরতা
হারানোতে যে পাই।

যতো ভাবি ভুলবো সবি
আবার চোখে ভাসে,
মেঘের পরে চাদটা যেমন
ভাসে ঐ আকাশে।

দিন বদল হয় সময় বদলায়
বদলায় না যে অতীত,
তৃষ্ণার্থ ভালোবাসা যে
শুনিয়ে যায় তার গীত।