আর কতরে রইবি দুরে অগুর অভিমানে,
আর কত জল করবে ঠলমল দুই নয়নের কোণে।
সয় নারে আর এমন জ্বালা সয়নারে আর ব্যথা,
আয় ফিরে আয় হৃদ আঙ্গিনায় ওরে কবিতা।
এইবার না হয় আয়রে ফিরে আমার শুন্য বুকে।
বাঁধবো তোরে প্রেমের ডোরে রাখবো তোরে সুখে।
তুই যখন ভাঙ্গলিরে মন চলে গেলি দুরে,
সকাল হলে তোর কলে ঘুম ভাঙ্গেনারে।
নেইরে ঝগড়া, নেই অভিমান, নেইরে ভালোবাসা,
শুন্য মনে তুই বিহনে কষ্ঠ এখন ঠাসা।
যা হয়েছে ওরে পাগলি যারে সব ভুলে,
আয়রে ফিরে মনের নীড়ে প্রেমের প্রদীপ জ্বেলে।
কি করবো বল ও রে পাগল তোরইতো আমি,
তোরে ভালোবাসি বলে আমি যে বদনামি।
তুই ছাড়া ছন্নছাড়া হৃদয়ের সব কথা,
হয়না লেখা আগের মত কোনো কবিতা।
আয়রে তুই ওরে সই একবার ফিরে আয়,
দুজন আবার কাঠবো সাতার প্রেমের যমুনায়।