দেখেছি তোমায় বহুবার বহু বছর ধরে,
ভোরের কোমল রবির আলোয় নিশির অন্ধকারে।
তবুও তোমায় নতুন লাগে
প্রাণে ভীষণ ইচ্ছে জাগে
কাছে গিয়ে আবার দেখি আবার তোমারে,
ভোরের কোমল রবির আলোয় নিশির অন্ধকারে।
একই হাসি একই চাওয়া
কোকিল কন্ঠে গান গাওয়া
একই আছে মান অভিমান ডুবে যাওয়া রাগে,
তবুও নতুন লাগে
ভাবি তোমায় আবার দেখি আবার নতুন করে।
চোখের কাজল একই আছে কপালের লাল টিপ,
গোলাপ রাঙ্গা ওষ্ঠ আর চিরচেনা দুই দ্বীপ।
একই আছে আচলখান
কালো চুলে বেলীর ঘ্রাণ
আজো গালে টুল পড়ে যেমন পড়তো আগে,
তবুও নতুন লাগে।
ভাবি তোমায় আবার দেখি নয়নখানি ভরে।
একই আছে হাতের স্পর্শ একই দীর্ঘ শ্বাস,
সর্ব অঙ্গের গভীর মিলন একই রীতির বাস ।
আজো ছড়ায় পুষ্পঘ্রাণ
যেমন ফুলের উদ্যান
তবুও নতুন লাগে
ভাবি তোমায় আবার জড়াই আদরে সোহাগে।