অনেক দিনে পেলাম বুঝি শুদ্ধ মতামত,
কারো সাথে যাবো বলে করিনা শপথ।
আজকে কাছে আছি কাল হলে পর,
হয়তো তুমি বলতে পারো আমি স্বার্থপর।
স্রোতেরই সাথে ভেসে যদি হারাই কুল,
এপার ওপার হলে পরে বুঝবে ভুল।
মধ্যেখানেই আমি আছি ডানে বামে নয়
আমার মাঝেই আমারই বাস অন্যকোথা নয়।
সূর্য হতে চাইনা আমি চাঁদ হতেও নয়,
তারা হয়ে রইলে বেচেঁ কিবা ক্ষতি হয়।