হারিয়ে তাকে আবার খুঁজি
থাকতে তাকে চিনি না,
পিছু ফিরে ডাকি তখন
পেরুলে সে সীমানা।
চাঁদ হারিয়ে জ্যোৎসড়বা খুঁজি
ডুবে যাওয়ার পর,
ফুল হারিয়ে সুবাস খুঁজি
থেকেও পরস্পর।
স্ব ইচ্ছায় যা কাছে আসে
তাকে আমি তাড়াই,
যোগ্য নয় যার তাকে পেতে
হাত দুখানি বাড়াই।
ছনড়বছাড়া মনটা আমার
কি বলি তার কথা,
উদার ভুবন মাঝে আমার
শুধুই শূন্যতা।