আমি আকাশ নিয়ে কবিতা লিখি হয়তো সুন্দর হবে,
সেখানে রোদ বৃষ্টির সাথে চাঁদ তারার অপার প্রেম রবে।
তার পরও রয়ে গেলো জানি কিসের অপুর্ণতা,
তাহলে কি নিয়ে হবে একটি সুন্দর কবিতা।
তাহলে যাই সাগরের বুকে কিংবা ফুলের বুকে,
যার সাথে ভ্রমরের প্রেম জানে জগৎলোকে।
হাওয়া নিয়ে লিখলে নাকি লিখলে নিয়ে মাটি
সেই কবিতা সুন্দর হবে হবে ভীষণ খাটি।
এসব নিয়ে লিখার পরে ভরে নাতো মন
আগুন নিয়ে লিখতে গেলাম বাধা আসলো তখন।
পিছন থেকে কে যে বললো পুড়ে হবে ছাই,
তাহলে বাদ দিয়েই দেবো সুন্দর কবিতা লিখাই।
আবার মনে জাগলো আশা সুন্দর কবিতা হবে,
যেখানে প্রেম বিরহ সহ পঞ্চভুতের পূর্ণ পরশ রবে।
ভেবে দেখিনি আমার আগে লিখেছে বিধাতা,
প্রত্যেকটি রমনী যেনো এক একটি সুন্দর কবিতা।