তুমি থাকো মনে মনে
সংগোপনে
খুব যতনে।
লুকাইত স্বপ্ন হয়ে দুই নয়নে।
তুমি থাকো হৃদয় মাঝে
প্রিয়ার সাজে
কর্ম কাজে
ভালোবাসার পূর্ণ কলসী আপন রাজ্যে।
শুধুই তোমায় দেখে দেখে
কাব্য লেখে
যাই রেখে
এমন করেই থাকো আমার সর্বলোকে।
নাইবা মিটলো প্রেম পিপাসা
চাইনা তোমার ভালোবাসা
শুধু তুমি থাকো
এমন করেই ভাসবো ভালো নাইবা মনে রাখো।