প্রথম দেখায় মন হারালাম
খুঁজতে গিয়ে শেষে,
মন না পেয়ে বরং আরো
তোমাতে গেলাম মিশে।
মন পাওয়াটা হল না মোর
হল না সরে যাওয়া,
সরতে চেয়ে আরো কাছে
হল আমার যাওয়া
নিয়তী বানালো প্রিয়তি তোমায়
তোমার মাঝে আমি,
আমার মাঝে তোমার বাস
আজ দিবসযামী।
না চাওয়াতে হলাম তোমার
প্রেমের জালে বন্ধি,
তোমার সাথে যেন এ জনমের নয়
জনম জনমের সন্ধি।