তোমার বাড়ির খুব নিকটে স্বচ্ছ নদীর ঘাটে,
প্রেম পদ্ম নিত্য ফুটে সেই নদীটির বাটে।
চাঁদ সেথা উকি দেয় জোৎসড়বামাখা রাতে,
দিশেহারা হয়ে তারা খসে পড়ে সাথে।
পদ্ম ছাড়াও নানান ফুলে রাঙ্গানো ঐ তীর,
আসতে যেতে নানান ভ্রমর করে তাতে ভীড়।
অবশেষে আমিও গেলাম থাকতে কি আর পারি।
ভাগ্যগুনে পদ্মসনে খানিক ভাব সঞ্চারি।
ভেবে দেখি পদ্ম নয় সে, ছিল তোমার ছায়া,
রূপের রানী রূপবতী রূপে মহামায়া।
পলক ফেলে চেয়ে দেখি তোমার ছায়া নেই,
খুঁজে বেহুশ মনটা আমার হারিয়ে নিজেকেই।
ভাবনাতে নয় বাস্তবতায় এসো না কো চলে,
এমন করে ভিজবো দুজন নদীটির ঐ জলে।
তুমি ছাড়া সোনালীদিন কেমনে বল কাটে.
মনটা আমার আজো বাধা স্বচ্ছ নদীর ঘাটে।