চারিদিকে শুধু খুন আহাজারী ধর্ষণ আর হত্যা,
যা দিয়ে এখন শুরু পত্রিকার প্রতি পাতা।
ছেলে করে বাবাকে খুন জুয়া নেশার বলে,
প্রেমিক এখন ধর্ষক হয় ভালোবাসার ছলে।
শিক্ষক ও ছত্রীর প্রেমে খায় হাবুডুবু,
আরও হয় কত কিছু ভাবা যায় না কভু।
প্রেমীকরা এখন খাদক হয়েছে প্রেমীকাকে করছে ভোগ
ভালোবাসা এখন মিলনের চাবি অপেক্ষা করে সুযোগ।
ঘুষ আর দুর্নীতিতে সবকিছু আজ ঠাসা,
মানবতায় ফরমালিন নেই আর কিছু খাসা।
পড়তে গেলে কোচিং লাগে চিকিৎসায় টেষ্ট,
শিক্ষা আর চিকিৎসাতে ব্যবসা চলছে বেষ্ট।
আবার এইসব খবর পত্রিকাতে আনলে তুলে সাংবাদিক
নিহত হয় আহত হয় জখম ও হয় মর্মান্তিক।
রাত পোহালেই এইসব দেখে শুধু মনে হয়,
সভ্যতা তোমার হয়েছে এখন বিরাট বিপর্যয়।