কষ্ট গুলি কেমনে ভুলি তবুও আজ ভুলে,
চলনা একটু হাত রাখি তোর লম্বা কালো চুলে।
একটুখানি পাশে বসে
চলেই না হয় যাবি শেষে
দেখবো নারে আগের বেশে ইচ্ছে কভু হলে,
একটুখানি পাশে বসে যাবি না হয় চলে।
আমার জন্য শীতের পিঠা আনতি টিফিন ভরি,
দুই টাকার টক আইসক্রিম পাঁচ টাকার ঝাল মুরি।
এসব এখন গল্প যেমন
অতীতের কথোপকথন
হলো নারে চলা দু’জন একসাথে হাত ধরি,
জানিস দুচোখ আপনি ভিজে এসব মনে করি।
তুইতো এখন সংসারী আজ স্বামী সিংগাপুর,
তোর বাড়িটা কাছে থেকেও এখন বহু দূর।
পূজা কিংবা অনুষ্ঠানে
যাওয়া হয়না আর সেখানে
পুড়ছে হৃদয় অভিমানে হচ্ছে নারে দুর।
তোর বাড়িটা কাছে থেকেও এখন বহু দূর।