সাঁঝ সকালে মোবাইল তুলে
দেখি খুলে চোখ,
শতাধিক বার্তা এসেছে
দিনটি ভালো হোক।
নতুন বছর পা দিয়েছে
আজকে প্রথম দিন,
সব সময় জীবন কাটুক
তোমারও রঙ্গিন।
হাসি মুখে আমিও বলি
তোমাদের তাই হোক,
মেঘের সাথে যাক ভেসে
সবার কষ্ট দুখ।
অনলাইনেতে এসে দেখি
কয়েক শত বন্ধুদের,
আজকে তাদের জন্ম দিন
দিনটি আরো আনন্দের।
হাসি আনন্দে গ্লানি মুছে
ভালো কাটুক বছর,
ধন্যবাদের সাথে রইল
শুভেচ্ছা নিরন্তর।