তোমাকে পাইনি এত সহজে জানি আমি তা জানি,
তোমার জন্য ঝরেছে রক্ত লাল ছিল নদীর পানি।
তোমাকে পেয়েছি অপার যুদ্ধে দীর্ঘ নয় মাস পর,
বিজয় নিয়ে এসেছিলে তুমি ষোলই ডিসেম্বর।
আজ যে দেখি চারিদিকে একি আনন্দ উৎসব,
স্বাধীনতার বাহক তুমি তুমি যে বাংলার সব।
বাঙ্গালী চায়নি পরাধীনতা স্বাধীনতার করতে জয়,
তোমার জন্য প্রাণ দিতে ওরা করেনি সংশয়।
আজ তোমার জন্য পেয়েছি আমরা সবুজ শ্যামল দেশ,
লাল সবুজের ঐ পতাকা দেখতে বারি বেশ।
স্মরি তাদের শহিদ যারা তারা চির অমর।
আজ মুক্তকণ্ঠে বলতে পারি ষোলই ডিসেম্বর।