তোমার পথে তুমি আছো
আমার পথে আমি,
নাইবা হলাম তোমার মত
এতই নামি দামি।
তুমি বাসো গানকে ভালো
আমি বাসি কবিতা,
এক গাছেরতো দুটি শাখা
যেমন ফুল আর পাতা।
বন্ধু তুমি শিল্পী যেমন
আমি ও তো কবি।
এক অকাশের দুটি শোভা
যেমন শশী রবি।
আমি জন্মাই কথা মালা
তুমি গেয়ে বেড়াও,
আমার গান ছাড়া তুমি
কেমনে সুনাম পাও ।
তুমি আছো দিনের আলোয়
আমি থাকি আধাঁরময়
দিন রাত্রি যাই বলো
কেউ থেকে কেউ কম নয়।