আসলে শুক্রবার দিন,
ভেবে রেখেছি মিটিয়ে দেব তোমার প্রেমের ঋণ।
সারাদিন রবো পাশে
যাবো অনেক ভালোবেসে
মিলনের বেলাশেষে মুখ করো না মলিন,
আসলে শুক্রবার দিন।
নিত্য তোমার বকা শুনি তিক্ত তোমার মুখে,
আগের মত ভালো নাকি বাসি না তোমাকে।
সারাদিন কাজ আর কাজ
দেখিনা তোমার রুপ সাঁজ
তাই ভেবে রেখেছি আজ শত কাজের ফাকে,
শুক্রবারে প্রিয়া তোমারে জড়িয়ে নেবো বুকে।
আমারও যে ইচ্ছে হয় যেতে কাছে তোমার,
ভালোবাসা কি তোমারই শুধু একটু কি নেই আমার।
হবে গো রাই তোমায় পাওয়া,
পুরবে তোমার সকল চাওয়া
প্রেম তরীতে বৈঠা বাওয়া হবে গো এবার,
আর মাত্র কয়টা দিন আসলে শুক্রবার।