সকাল দশটায় জাগতো মেয়ে আজ খুব ভোরে ওঠে,
শীতের সকাল স্নান করে তাও রান্না করতে ছোটে।
এদিক সেদিক একটু হলে শুনবে গালিগালাজ,
অতচ মেয়ে বাবার ঘরে করেনি এত কাজ।
রাত্রি বেলা সবাই ঘুমে মেয়েটা অপেক্ষায়,
ফিরবে কবে স্বামী ঘরে প্রহর গুনে যায়।
ঘুম আজ তার খুব কম হয় নতুন স্বামীর ঘরে,
আবার যখন সবাই ঘুমে জাগতে হবে ভোরে।
বউকে ভাবে নিজের মেয়ে কম শাশুড়ি পাবে,
বউরাও আজ লাখে কয়জন শাশুড়িকে মা ভাবে।
শাশুড়ি ওতো বউ ছিলেন বউ হবে শাশুড়ি,
যেমন কর্ম তেমনই ফল আসবে ঘুরি ঘুরি।