স্বাগতম তোমায় বৈশাখ বছরের ঐ প্রথম দিন,
তোমায় পেয়ে বন্ধ হলো শত ব্যথার বিষাদ বীন।
ঢাক আর ঐ বাশির সুরে
মন প্রফুল্ল মেলা ঘুরে।
বর্ষবরণ এমন বেলায়
কিশোরীর ঐ চুলের খোপায়
কৃষ্ণচুড়া ফুলের রঙ্গে হাসি খুশি সারাদিন,
নতুন বছর জানাই তোমায় শুভ জন্মদিন।
বাঙ্গালীর ঐ ঐতিহ্য আজ তোমার জন্য ধন্য,
পান্তাভাত আর ইলিশ মাছের ঘ্রান যে বড়ই অনন্য।
নতুন দিনের আগমনে
নানান রকম আয়োজনে
মাটির টানে মাটির গানে
পুতুল দোলে শিশুর কোলে,
চড়ক পুজা রঙ্গের খেলায় বেলা কাটে ভীন্ন,
স্বাগতম তোমায় বৈশাখ এমন দিনের জন্য।