রূপা নামে একটি মেয়ে, পাশের বাড়ি থাকে,
স্ব-নজরে একটি বারো, দেখিনি তো তাকে।
শুনেছি সে রূপবতী, অঙ্গে অপার রূপ,
কতজন দিতে চায় তার, প্রেম সাগরে ঝুপ।

কেউ তাকে স্বপেড়ব দেখে, কেও ভালোবাসে,
কতজন সারাজীবন চায় তাকে পাশে।
সে থাক অপরূপা আমার তাতে কি
বাজারের বড় মাছে স্বাদ থাকে নাকি।

ভালো লাগা ভালোবাসা দুটি এক মায়া,
প্রাণ পাখি উড়ে গেলে পড়ে থাকে কায়া।
নিজের ভেতর খাটি সোনা হয়নি তাকে চেনা,
পাশের বাড়ির রূপার সাথে কিসের লেনাদেনা।