তুমি বৃষ্টি হবে? না
তোমাকে বৃষ্টি হতে বলতে পারিনা, কেননা
বৃষ্টির জল সাথে সাথে সাগরে পৌছায় না।
হোক প্রেমের কিংবা জলের সাগরতো সাগরই,
বৃষ্টি হলে ভূমি ছুঁয়ে, নদী বেয়ে গড়াগড়ি,
সাগরের কাছে যেতে হয়, দিয়ে অনেকটা পথ পাড়ি।
তার চেয়ে তুমি রোদ হলে কেমন হয়?
যখন আকাশে হবে উদয়,
সাথে সাথে ছুতে পারবে আমার হৃদয়।
বৃষ্টি ঋতুতে আসে, রোদের কোন ঋতু নেই,
নিয়ম মতই উটে রোদ, প্রতি প্রাতেই,
জলের থেকে আলোর গতি বেশি,
আমার কাছে আসলে তবে বলবো ভালোবাসি।