কতজন আসে কতজন যায়
কত জনের পাই দেখা,
ক্ষণিক সময় আনন্দ উল্লাস
তার পরেইতো একা।

কে কার কথা রোজ ভেবে যায়
কারে কে রাখে মনে,
শুধু করে যায় আপন অভিনয়
স্বার্থ আর প্রয়োজনে।