মধ্যবিত্ত ছেলে যতো শেষ ভরসা প্রবাস,
অর্থ উপার্জনের জন্য দূরে বসবাস।
পরিবারের সবাই ছেড়ে ছেড়ে প্রতিবেশি,
এই দেশেরই কত ছেলে হয় যে প্রবাসী।
টাকার জন্য যে ছেলেরা ছাড়ে জন্মভূমি,
ফোনে তাকে কো’জন বলি কেমন আছো তুমি।
এইটা লাগবে সেইটা লাগবে বললে জানে পাবে,
কেমন করে দিচ্ছি ছেলে তা কি কেউ ভাবে।
সবার মুখের হাসির জন্য নিজে কষ্ট করে,
কি করলে আর কি করেনি অনেকেই দোষ ধরে।
পরিবারের সবার মুখে যে ফুটায় হাসি,
এই দেশেরই সোনার ছেলে হয় সে প্রবাসী।