নাইবা পেলাম এ জীবনে পূর্ণ প্রেমের পরশ
না বুঝার বুঝ হল শেষে হারিয়ে জীবন রস
কি হবে শরীরি প্রেমে ডুবে ক্ষণিকের মায়ায়,
মায়াবতী প্রেমদাত্রির পাপড়িহীন কায়ায়।
না জেনে ডুব দিয়ে ছিলাম জীবন প্রভাত ক্ষণে,
ভেসে গেলাম শীতল প্রেমের উতাল ঢেউয়ের সনে।
চেয়েছিলাম থাকতে কাছে গেলাম বহুদূর,
আজো বাজে কর্ণ মাঝে ঝংকারিত নূপুর।
যাবার কালে শব্দমালা তুলে দিলো গলে,
তাদের সাথে আলাপেতে বেলা যায় আজ চলে।
তাই খুঁজি না এখন আর নতুন ফুলের ঘ্রাণ,
কবিতা আমার সবিতা যেন মৃত্য দেহে প্রাণ
জীবনের সব চাওয়া পাওয়া কো’টাই সফল হয়,
না পেয়ে সব পাওয়ার মত পূর্ণ আজ এই হৃদয়।
এইতো বেশ ভালো আছি নিয়ে বর্ণ লিপিকা,
এ জীবনে কবিতা আমার প্রেমময়ী দীপিকা।