কবি তোমার ছবি ঘরে রাখবো না আর ফ্রেমে,
ভুলেও আর পড়বো নাকো আমি তোমার প্রেমে।
সারাক্ষণ কবিতা নিয়ে আামায় ভাবার সময় নাই,
ব্যস্ত আছি সদাই বলো যখন কাছে পেতে চাই।
এমন কথায় কি যে বলি পাইনা কিছু ভেবে,
তোমায় নিয়ে যাচ্ছি লিখে বুঝবে যে আর কবে।
তুমি তোমায় ছাড়া কি আর লিখতে কিছু পারি,
আমার যত কাব্যকথা সবইতো তোমারই।
মিছে কেনো ভুল বুঝো স্নেহেরও আদরী,
তুমি আমার শব্দভান্ডার প্রেমময়ী কিশোরী।