আমার মেঘাচ্ছন্ন হৃদয়ে একদিন
তোমার ভালোবাসার রোদ উঠবেই,
আমার মনের খাস জমিতে
একদিন জানি তোমার
প্রেমের ফুল ফুটবেই।
যেনে রেখো এই
তুমি কাছে আসলে
মিটিয়ে নেব সকল পাওনা
সুদে আসলেই।
গোলাকার পৃথিবীতে একদিন জানি
তোমার দেখা হবেই
হয়তো আজ তুমি দুরে সরে আছো
সময় আসলে তবেই,
এখন শুধু অপেক্ষা
জীবনের মধ্য রাত ফেরিয়ে যাচ্ছি
প্রভাত আসতে বেশ দেরি নেই।
ফাগুন এসেছে ধরায় মন ফেতে চায়
অচেনা হাতের দীর্ঘ ছোয়া,
গাছে ফুঠেছে ফুল মন তাই আকুল
ফুলে সাজিয়ে দেবো তোমার চুলের খোপা।